ব্রাহ্মন আর পুরোহিত এক নয়
ব্রাহ্মন আর পুরোহিত এক নয়..........!!!!!!!!
কোনো ব
্যক্তি জন্ম থেকে ব্রাহ্মন হয় না।
যে ব্যক্তি ব্রহ্মজ্ঞান অর্জন করেছেন সেই ব্যক্তিই ব্রাহ্মন ।
পুরোহিত: পুরোহিত হলেন তিনি যিনি পূজা, আচার-অনুষ্ঠান এবং অন্যান্য ধর্মীয় কার্যাবলী পরিচালনা করেন। ঐতিহাসিকভাবে, ব্রাহ্মণরা পুরোহিত হিসাবে কাজ করতেন, কিন্তু বর্তমানে অন্য বর্ণের লোকেরাও পুরোহিত হতে পারেন। হিন্দুধর্মে, পুরোহিত হওয়ার জন্য কোনো নির্দিষ্ট বর্ণের হওয়ার প্রয়োজন নেই।
1. দ্বিজ: --যিনি পৈতা ধারনকরে পরমব্রহ্মকে পুজার মাধ্যমে জনসাধারণের জন্য পাপ কেটে ফেলা করেন এবং এই জগতকে নবগুন দ্বারা রক্ষা করেন তিনি হলেন দ্বিজ।
2. বামুন:---আর যে ব্যক্তি পৈতাধারন করেও নবগুন অর্জন করতে পারেন না তিনি হলেন বামুন ।
দ্বিজ এবং বামুন দুজনেই কিন্তু কেউই শাস্ত্রমতে ব্রাহ্মণ বলে গণ্য নয় ।
অতএব, ব্রাহ্মণরা পুরোহিত হতে পারেন, তবে পুরোহিত হওয়া মানেই ব্রাহ্মণ হওয়া নয়।
হ্যাঁ, এটা ঠিক যে ব্রাহ্মণ এবং পুরোহিত এক জিনিস নয়। পুরোহিত একটি পেশা।
****. নবগুন (নবনিধি)****
1. শম --- চিত্তসংযম, মনকে সন্তুষ্ট রাখা।
2. দম --- ইন্দ্রিয় সংযম
3. ক্ষমা -- পাপীদের ক্ষমা করা।
4. তপস্যা --- তপস্যা করা (পূর্ণরূপে আহার শুদ্ধি) ।
5. শৌচ ---- নবদ্বার শুদ্ধরাখা ও সর্বদা পবিত্রতা বজায় রাখা।
6. আস্তিক্য --- ধর্মে , শাস্ত্র এর ওপর এবং ঈশ্বরে অটুট বিশ্বাস রাখা।
7. আর্য --- শিষ্টাচার, শালীনতা, বিনম্রতা, কৃতজ্ঞতা ধর্ম বজায় রাখা।
8. জ্ঞান --- পূর্নরূপে শাস্ত্রের জ্ঞান লাভ করা ।
9. বিজ্ঞান --- বিজ্ঞানের দ্বারা সকল কিছু বিশ্লেষন করা।
হনুমান চল্লিশাতে যে নবনিধির কথা লেখা আছে এগুলোই সেই নব নিধি (নব গুন) ।